শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একনেকে ৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন যু্ক্তরাষ্ট্রের সেতু দুর্ঘটনা, বিশ্বজুড়ে প্রভাবের আশঙ্কা ৫ ঘণ্টা ধরে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা ভুল হলে শুধরে দিবেন : বিএসএমএমইউ নতুন ভিসি বিএনপি নেতাকর্মীদের সম্পত্তি দখলের অভিযোগ খণ্ডালেন ওবায়দুল কাদের পণবন্দী জাহাজ ও ক্রুদের মুক্ত করার প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত ইন্টার্ন চিকিৎসকদের রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসঙ্ঘের প্রতিবেদন প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত যেকোনো দিন কাওরান বাজার স্থানান্তরের কাজ শুরু
বঙ্গোপসাগরে নিম্নচাপ : সুন্দরবনে আড়াই ফুট উচ্চতায় পানিপ্রবাহ

বঙ্গোপসাগরে নিম্নচাপ : সুন্দরবনে আড়াই ফুট উচ্চতায় পানিপ্রবাহ

স্বদেশ ডেস্ক:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে নদ ও নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। বিশ্বঐতিহ্য সুন্দরবনের মধ্যে দিয়ে আড়াই ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে।

সাগর উত্তাল হওয়ায় অর্ধশতাধিক ট্রলারের পাঁচ শতাধিক জেলে সুন্দরবনের নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

এদিকে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে থেমে থেকে বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানি বাগেরহাট শহরে বাজারের বিভিন্ন সড়কে উঠে গেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বাগেরহাটের সুপারি পট্টি, কাঁচাবাজারসহ বিভিন্ন সড়কে জোয়ারের পানি উঠতে দেখা গেছে। নদী পাড়ের বাসিন্দাদের অনেকের বাড়িঘরে পানি উঠে গেছে।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বাগেরহাটে গড়ে ছয় দশমিক ১১ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে কৃষি বিভাগ।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে স্বাভাবিকের চেয়ে জোয়ারে আড়াই ফুট উচ্চতায় সুন্দরবনের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সাগরে মাছ ধরেতে যাওয়া পাঁচশতাধিক জেলে সুন্দরবনের দুবলারচর, আলোরকোল এবং বেদাখালী খালে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজুর রহমান জানান, বৃষ্টিপাতের কারণে বাগেরহাটে রোপা আমন ধান আবাদ, বীজতলা, পাটসহ বিভিন্ন ফসলের উপকার হচ্ছে।
সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877