সোমবার, ২৬ মে ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

পর্যটনে রেকর্ড মালদ্বীপের, পাঁচ মাসে ঘুরতে গেল ৭ লাখ পর্যটক

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২

স্বদেশ ডেস্ক:

পর্যটকদের পদচারণায় রেকর্ড সৃষ্টি হলো মালদ্বীপে। এ দ্বীপ রাষ্ট্রের পর্যটন খাত সমৃদ্ধি হয়ে উঠেছে অনেকটাই। জমে উঠেছে পর্যটকদের ভিড়।

জানা গেছে, করোনাকালীন মালদ্বীপে কমে গিয়েছিল পর্যটকদের প্রবেশ। ফলে ধস নেমেছিল পর্যটন খাতে। কিন্তু এ বছর তা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে।

মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় জানায়, ২০২২ সালে জানুয়ারি থেকে ৪ জুন মালদ্বীপ ভ্রমণ করেছেন সাত লাখ ১৭ হাজার ৫৫৩ পর্যটক। ২০১৯ সালে জানুয়ারি থেকে ৪ জুন পর্যন্ত ওই দেশে ভ্রমণ করেছিলেন সাত লাখ ৬৫ হাজার ৬৪৮ জন।

সৈকত দেশটিতে একজন পর্যটক গড়ে ৮.২ দিন অবস্থান করেন।

মালদ্বীপ ভ্রমণে শীর্ষে আছেন ভারতের নাগরিকরা (১৪.২ শতাংশ)। দ্বিতীয় স্থানে আছে ব্রিটেন (১২.৪ শতাংশ)। সেরা দশে আরো আছে রাশিয়া, জার্মানি, ইতালি, আমেরিকা, ফ্রান্স, সুইজারল্যান্ড, সৌদি আরব এবং অস্ট্রিয়া।
সূত্র : আজকাল

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ