স্বদেশ ডেস্ক
সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের (মসজিদ আল হারাম) পাশাপাশি সব মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়া হয়েছে। করোনা মহামারির পর এবারই প্রথম মসজিদগুলোয় পূর্ণধারণক্ষমতায় মুসল্লিরা ঈদের নামাজ পড়লেন। খবর আল-আরাবিয়ার।
করোনা সংক্রমণ কমতে থাকায় গত বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে মসজিদগুলোয় পূর্ণ ধারণক্ষমতায় নামাজের ব্যবস্থার শুরু হয়।
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান মক্কার গ্র্যান্ড মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।
ত শনিবার শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আজ সোমবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। প্রতি বছর, সারা বিশ্বের মুসলমানরা রমজানের এক মাস রোজার পরে ঈদুল ফিতর উদযাপন করেন।