শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

রমজান উপলক্ষে ইয়েমেনে হামলা বন্ধ রাখবে সৌদি জোট

রমজান উপলক্ষে ইয়েমেনে হামলা বন্ধ রাখবে সৌদি জোট

স্বদেশ ডেস্ক: মুসলিমদের কাছে পবিত্র রমজান মাস উপলক্ষে ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। মঙ্গলবার এক ঘোষণায় জোটের তরফ থেকে বলা হয়, ইয়েমেনে রাজনৈতিক সমাধানের পথ খোলা রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতিসংঘও রমজানে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছিল। তবে সৌদি জোটের এই ঘোষণা বিশ্বাস করছে না হুতি। তারা ইয়েমেনের বন্দরগুলো খুলে দেয়ার আহ্বান জানায়। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
খবরে জানানো হয়, বুধবার সকাল ৬টা থেকে এই অভিযান বন্ধ থাকবে বলে জোটটি জানিয়েছে। সৌদির নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র বলেছেন. এই অস্ত্রবিরতিকে সফল করতে জোটের তরফ থেকে সব ধরনের চেষ্টা হবে।

তারা রমজান মাসে শান্তি ও ইতিবাচক পরিস্থিতির পক্ষে।

তারা চান, এই বিরোধ মিটে যাক। তবে ইরানের মদতপুষ্ট হুতি বিদ্রোহীরা এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। তাদের বক্তব্য, জোটের তরফ থেকে দেশের বন্দরগুলি বন্ধ রাখা হয়েছে। সানা বিমানবন্দরও বন্ধ। হুতির মুখপাত্র বলেছেন, জোট যদি বন্দরগুলি থেকে অবরোধ না তোলে তাহলে সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা অর্থহীন। লড়াইয়ের থেকেও বন্দর অবরোধ বেশি মারাত্মক বলে হুতি জানিয়েছে।

উল্লেখ্য, গত সাত বছর ধরে লড়াই চলছে ইয়েমেনে। বহুবার চেষ্টা সত্বেও এই যুদ্ধ থামানো সম্ভব হয়নি। এরফলে ইয়েমেনের লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন। গালফ কোঅপারেশন কাউন্সিলও যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছিল। কিন্তু হুতি বিদ্রোহীরা সেখানে যোগ দেয়নি। তারা বলেছিল, নিরপেক্ষ কোনো দেশে বৈঠক হলে তারা যেতে পারে। সৌদিতে কোনো বৈঠকে তারা অংশ নেবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877