শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফিলিস্তিন সমস্যার ন্যায্য ও স্থায়ী সমাধান চায় চীন বিশ্বকাপে পাকিস্তানের ১৫ সদস্যের দলে যাদের রাখলেন ওয়াকার দীর্ঘ বিরতি শেষে বলিউডে ফিরছেন প্রীতি জিনতা রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী গরমে পোষা প্রাণীর যত্ন দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি
পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে : বাইডেন

পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে : বাইডেন

স্বদেশ ডেস্ক:

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছেই অবস্থান নিয়েছে শহরটি ঘিরে এগিয়ে আসা রাশিয়ান সেনারা। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, ইউক্রেনে রাশিয়ার পিঠ দেয়ালে ঠেকে গেছে।

তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন, ক্রিমিয়া উপত্যকায় রাশিয়ান সেনারা একটি স্থল করিডোরের নিয়ন্ত্রণ নেয়ায় আজভ সাগরের সাথে ইউক্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইউক্রেনের সেনাবাহিনী অবশ্য বলেছে, বড় ধরণের ক্ষয়ক্ষতির শিকার হয়ে রাশিয়া প্রায় সব জায়গা থেকে সেনা আনছে ইউক্রেনে মোতায়েনের জন্য।

সশস্ত্র বাহিনীর প্রধান আরো বলেছেন, নিজেদের অপূরণীয় ক্ষতির কারণে কর্মকর্তাদের সামরিক বাহিনী থেকে নিয়মিত অবসরে যাওয়ার যে কার্যক্রম সেটি বাতিল করেছে রাশিয়া।

তার দাবি, সোমবারই কমপক্ষে তিন শ’ রাশিয়ান সেনা নিহত হয়েছেন।

যদিও এসব দাবি নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে, যে কারণে তার রাসায়নিক বা জীবাণু অস্ত্রের ব্যবহারের সম্ভাবনা বেড়ে গেছে।

সোমবার ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাশিয়া এখন নতুন সামরিক অভিযানের পরিকল্পনা করছে।

‘তারা বলছে যে ইউক্রেনে জীবাণু ও রাসায়নিক অস্ত্র আছে। ফলে এটি পরিষ্কার যে তিনি দুটিই ব্যবহারের চিন্তা করছে,’ বাইডেন বলছিলেন।

যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো প্রায়ই বলে থাকে যে, রাশিয়া এসব অস্ত্র ব্যবহারের জন্য প্রেক্ষাপট তৈরি করতেই ইউক্রেন এসব অস্ত্র তৈরি করছে এমন দাবি করতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রাশিয়াকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহার করলে রাশিয়াকে চরম পরিণতি ভোগ করতে হবে।

‘ইউক্রেনের সেনারা রাশিয়ানদের বাধ্য করেছে’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সেনারা রাশিয়ানদের সংযত হতে বাধ্য করছে।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়ানরা যেখানেই ধীরে ধীরে অগ্রসর হতে চাচ্ছে সেখানেই তাদের সংযত থাকতে বাধ্য করছে ইউক্রেনের সেনারা।

তিনি একই সাথে দাবি করেন, খারকিভ অঞ্চলে তার সেনারা আরো একটি রাশিয়ান বিমান ভূপাতিত করেছে।

ফেসবুককে চরমপন্থী বলার নির্দেশ
রাশিয়ার গণমাধ্যমে ফেসবুক বা তার মূল প্রতিষ্ঠান মেটার নাম ব্যবহার করলে তার আগে ‘চরমপন্থী’ শব্দ ব্যবহার করতে হবে।

সোমবার দেশটির আদালত ফেসবুক ও ইন্সটাগ্রাম নিষিদ্ধ করে এমন আদেশ দিয়েছে। তবে হোয়াটসঅ্যাপ এ নিষেধাজ্ঞার আওতায় নেই।

রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর সুপারভিশন অফ কমিউনিকেশনস, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যাস মিডিয়া বলেছে, যতবার মেটা বলা হবে ততবারই ওই বিশেষণ ব্যবহার করতে হবে।

ফেসবুক গত ৪ মার্চ থেকে রাশিয়ায় বন্ধ আছে।

মেলিটোপলে ইউক্রেনের সাংবাদিক আটক
রাশিয়ান সেনারা ইউক্রেনের জাপরোঝিয়া অঞ্চলে একজন সাংবাদিককে আটক করেছে এবং তার প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে।

ওস্ত্র নিউজ ওয়েবসাইট জানিয়েছে, মেলিটপলস্কি ভিদমস্তি পত্রিকার বেশ কয়েকজন সাংবাদিককে আটক করেছ অজ্ঞাত স্থানে নিয়ে গেছে সশস্ত্র ব্যক্তিরা।

পত্রিকাটির মালিকপক্ষের একজন প্রতিনিধি ইউক্রেনের নেতৃত্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এসব সাংবাদিকদের মুক্তি নিশ্চিত করতে সহায়তার আহবান জানিয়েছে।

সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877