স্বদেশ ডেস্ক: ধানখেতে কাজে ব্যস্ত ছিলেন কৃষকরা। হঠাৎ প্রচণ্ড শব্দে কিছু একটা আছড়ে পড়ে খেতের মধ্যে। কিছুক্ষণের মধ্যে ধোঁয়ায় ভরে যায় চারপাশ। এরপর কৃষকরা গিয়ে দেখেন, আছড়ে পড়া ওই বস্তুটি হালকা বাদামি রঙের এক টুকরো পাথর। তবে এটিকে অনেকেই উল্কা বলে মনে করছেন।
গত সোমবার ভারতের বিহার রাজ্যের মাধুবনী জেলায় এ ঘটনা ঘটে। এতে গ্রামবাসীদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবল সাইজের ওই উল্কাটি ধানখেতে পড়ার পর, সেখানে প্রায় চার ফুট গর্ত হয়ে যায়। কিছুক্ষণের জন্য ধোঁয়ায় ভরে যায় চারদিক।
মাধুবনীর জেলা প্রশাসক শীরসত কপিল অশোক বলেন, ওই পাথরের খণ্ডটির ওজন প্রায় ১৫ কিলোগ্রাম। কারও গায়ে পড়লে তার মৃত্যু পর্যন্ত হতে পারত। তবে এই উল্কার চৌম্বক শক্তি অত্যন্ত বেশি বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।
এর আগে ২০১৬ সালে ভারতের তানিলনাড়ুতে উল্কার আঘাতে এক বাসচালকের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় আহত হয়েছিল আরও তিনজন।