ডা. লুৎফা বেগম লিপি: কিশোরী বয়সে সাধারণত ঋতুস্রাব জটিলতা দেখা দিতে পারে। কিশোরীরা সাধারণত সমস্যা হলে চিকিৎসকের কাছে আসতে চায় না। মায়ের কাছেও অনেক পরে বলে। ঋতুস্রাবের সমস্যা তো সব বয়সেই হতে পারে। তবে এই ছোট মেয়েদের ঋতুস্রাবে কোনো সমস্যা হলে বেশির ভাগই তা লুকানোর চেষ্টা করে। অনেক দিন পর যখন জটিল অবস্থা হয়, তখন মায়ের কাছে প্রকাশ করে। দেখা যায়, তখন পরিস্থিতি অনেক জটিল অবস্থা ধারণ করে। এটি ছাড়াও সাদা স্রাব একটি সমস্যা হতে পারে। আর টিউমারের সমস্যা তো আছেই। ইউটেরাসে টিউমার, ওভারিতে টিউমারÑ এসব সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে আসতে পারে। মেয়ের এ ধরনের সমস্যা হলে মা সব সময়ই খুব চিন্তিত থাকে। তবে এ বিষয় নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। অনেক সময় ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। মানসিক কারণ একটি বড় বিষয়। প্রজননক্ষম বয়সে ঋতুস্রাবের সমস্যা হতে পারে। টিউমার বা ক্যান্সার হতে পারে। এ ছাড়া গর্ভধারণ সম্পর্কিত সমস্যা হতে পারে। যেমন ধরুন, গর্ভপাত হয়ে গেল, এরপর সমস্যা শুরু হলো। এরপর হয়তো প্রসবের পর সমস্যা শুরু হচ্ছে। এগুলো গর্ভধারণ সম্পর্কিত কিছু সমস্যা। এ ছাড়া অন্যান্য সমস্যা হতে পারে। তবে এটি কিন্তু কিশোরী বয়সে কম হয়। বেশি বয়সের একজন নারী যখন অন্যান্য সমস্যা নিয়ে আসে, তখন কিন্তু ক্যান্সারের চিন্তাও চিকিৎসককে বিবেচনা করতে হয়। তাই কিশোরী বয়সে এ ধরনের সমস্যা হলে বিলম্ব না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন, চিকিৎসা নিন।