স্বদেশ ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হাতে আঘাত পাওয়ায় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন পেসার তাসকিন আহমেদ। ফলে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার।
এ বিষয়ে বিসিবির ডা. দেবাশীষ চৌধুরী জানান, তাসকিনের হাত স্ক্যান করা হয়েছে। বড় ধরনের কোনো সমস্যা নেই। তবে তার হাতে সেলাই দিতে হয়েছে। তার মাঠে ফিরতে অন্তত সাতদিন সময় লাগবে।
এর আগে আজ সোমবার রান তাড়া করতে নামা পাকিস্তানের বিপক্ষে ষষ্ঠ ওভারে বল করতে আসেন তাসকিন। তার করা প্রথম বলে স্ট্রেইট ড্রাইভ করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বলটি ধরার চেষ্টা করেন তিনি। বল তালুবন্দি না হয়ে লাগে ডান হাতের ওপরের অংশে। তখন তাসকিনের প্রতিক্রিয়া দেখে ছুটে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও জুলিয়ান ক্যালিফাতো। পরে তার সঙ্গে মাঠ ছাড়েন তিনি। বাকি পাঁচ বল করে ওভার সম্পন্ন করেন শহিদুল। পরে আবার মাঠে ফেরেন তাসকিন। ১১তম ওভারে বল করে আবারও মাঠ ছাড়েন। এরপর ইনিংসের শেষদিকে এসে ১৮তম ওভারে বল করেন এই পেসার। ম্যাচ শেষে তার হাতের বিস্তারিত অবস্থা জানতে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে, আজ রাত সাড়ে ৮টায় টেস্ট দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ রাহী, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, সাকিব আল হাসান (ফিট থাকলে)।