বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:১০ অপরাহ্ন

১২ বছরের শিক্ষার্থীরা শিগগিরই ফাইজারের টিকা পাবে

১২ বছরের শিক্ষার্থীরা শিগগিরই ফাইজারের টিকা পাবে

স্বদেশ ডেস্ক:

১২ থেকে ১৭ বছর বয়সের স্কুল-কলেজের শিক্ষার্থীদের ফাইজার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

খুব শিগগিরই এই টিকা প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

শনিবার দুপুর দেড়টায় মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন,  ‘১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমেরিকার ফাইজার টিকা দেওয়া হবে স্কুলের শিক্ষার্থীদের। এর জন্য আমার কাজ করছি।’

মন্ত্রী আরো বলেন, ‘আমরা এ পর্যন্ত আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি। আামদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে এখন। এখানে মৃত্যু ও সংক্রমনের হার কমে গেছে। বাংলাদেশসহ পৃথিবীর ৮টি দেশকে লাল তালিকাভুক্ত করেছিল। তবে সেখান থেকে আমাদের দেশের নাম বাদ দিয়েছে যুক্তরাজ্য। এটা আমাদের দেশের জন্য সুখবর। আমাদের করোনা নিয়ন্ত্রণে আছে বলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। বাস, ট্রেন, শিল্পকারখানা খুলেছে। অর্থনীতির চাকা সচল রয়েছে। মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। আর করোনা নিয়ন্ত্রণ এমনে এমনে হয়নি। এর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের কাজ করতে হয়েছে। সোমালিয়ায় করোনা নিয়ন্ত্রণে নাই বলে তাদের প্রধানমন্ত্রী ক্ষমতা হারিয়েছেন এবং থাইল্যান্ডের সরকারপ্রধানের অবস্থা এখন শোচনীয়।’

সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর সভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877