শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:২১ অপরাহ্ন

সুচির বিরুদ্ধে চার্জ গঠন ১লা অক্টোবর

সুচির বিরুদ্ধে চার্জ গঠন ১লা অক্টোবর

স্বদেশ ডেস্ক: মিয়ানমারে ক্ষমতাচ্যুত বেসামরিক নেত্রী অং সান সুচির বিরুদ্ধে দুর্নীতির মামলার চার্জ গঠন শুরু হবে আগামী ১লা অক্টোবর। তার আইনি টিমের একজন সদস্য খিন মুয়াং জাওয়া শুক্রবার এ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, একজন বিচারক ঘোষণা করেছেন এই বিচার শুরু হবে রাজধানী ন্যাপিডতে স্পেশাল কোর্টে। গত ১লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপরই তাকে গৃহবন্দি করে। দেশজুড়ে চলতে থাকে তীব্র আন্দোলন। অন্যদিকে সামরিক জান্তা ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে চালাতে থাকে নৃশংস দমনপীড়ন। বর্তমানে সুচি স্পেশাল কোর্টের অধীনে বিভিন্ন অভিযোগে বিচারের অপেক্ষায় আছেন।

এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

সুচির বিরুদ্ধে আছে রাষ্ট্রদ্রোহের মামলা, করোনার বিধিনিষেধ লঙ্ঘনের দুটি মামলা, অবৈধভাবে ওয়াকিটকি আমদানির মামলা, লাইসেন্সবিহীন রেডিও কাছে রাখা ইত্যাদি। অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ভঙ্গের কারণেও তার বিরুদ্ধে বিচার হচ্ছে। এই মামলা এ সপ্তাহে মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুন থেকে ন্যাপিডতে স্থানান্তর করা হয়েছে। অং সান সুচির আইনজীবীর দাবি, তিনি কোনো অন্যায় করেননি। সুচির সমর্থক এবং নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন, তার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর মধ্য দিয়ে তার মর্যাদাহানী করার চেষ্টা করা হচ্ছে এবং সামরিক জান্তা তার ক্ষমতা দখলকে বৈধতা দেয়ার চেষ্টা করছে। একই সঙ্গে সুচি যাতে আর ক্ষমতায় ফিরতে না পারেন, তার ছক সাজিয়েছে তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877