স্বদেশ ডেস্ক: নুসরাত জাহান রাফি হত্যাকা-ে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিকে এনামুল করিমের বিরুদ্ধে থাকা অভিযোগের তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঘটনার সময় তিনি নুসরাতের শিক্ষাপ্রতিষ্ঠান সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ছিলেন। আদালত জনপ্রশাসন সচিব ও শিক্ষা সচিবকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন। জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ১৫ জুলাই বিচারতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রুলে নুসরাত হত্যা মামলায় মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যানের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা-ও জানতে চেয়েছেন আদালত। জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিবসহ পুলিশের আইজিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।