মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন

মেগা প্রজেক্ট হলেও ছিন্নমূলদের বাসস্থানে কার্যকর ব্যবস্থা নেই

মেগা প্রজেক্ট হলেও ছিন্নমূলদের বাসস্থানে কার্যকর ব্যবস্থা নেই

স্বদেশ ডেস্ক:

মেগা প্রজেক্ট হলেও ছিন্নমূলদের বাসস্থানে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আজকে সরকার মেগা প্রজেক্ট করছে, হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ করছে, ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট ৫০ হাজার কোটি টাকা হয়ে যাচ্ছে। ছিন্নমূল মানুষগুলোর বাসস্থানের জন্য আজ পর্যন্ত কেউ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এটা কিন্তু কঠিন কাজ নয়। ’

আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাততলা বস্তি উত্তর সিটি করপোরেশেন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা তাবিথ আউয়ালকে সঙ্গে নিয়ে সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পরিদর্শনে গিয়ে বিএনপি মহাসচিব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। তাদের সঙ্গে একত্মতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের যে নিজস্ব জমি, সেখানেই কিন্তু এদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা যায়। এই কাজটিই প্রথমে করা উচিত। মহাখালীর এই সাততলা বস্তিতে শহরের ভাসমান মানুষরা থাকেন। এদের কেউ গৃহকর্মী, কেউ রিকশা-ভ্যান চালায়, কেউ বুটপলিস করে একবারেই বাস্তুহারা ছিন্নমূল মানুষগুলোই এ ধরনের বস্তিতে বসবাস করে। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫০ বছর হয়ে গেল। সংবিধানের মৌলিক অধিকার প্রতিটি মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য ও চিকিৎসা-এটা মানুষের মৌলিক অধিকার। প্রতিটি সরকার আসে যায় কিন্তু দুর্ভাগ্য ৫০ বছর পরেও সেটা আমরা করতে পারিনি। এই বিষয়টি কিন্তু কেউ গুরুত্বসহকারে বিবেচনা করি না। ’

চার দফা দাবি তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর বাসস্থানের ব্যবস্থা করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে,বস্তিবাসীদের জন্য দীর্ঘস্থায়ী ব্যবস্থা করতে হবে।’

ছিন্নমূল মানুষের সাথে একাত্মতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সাথে “জনতার মেয়র” তাবিথ আউয়াল আছেন, আমি আশা করি দুই-একদিনের মধ্যে তিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে সামন্য কিছু সহায়তা করবেন ‘

সাংবাদিকদের প্রশ্নে জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমানে সমাজ ব্যবস্থায় শ্রেণির যে ব্যবস্থা সেখানে শুধুমাত্র উঁচু শ্রেণির মানুষগুলো ভোগ করবে। গণতান্ত্রিক ও জবাবদিহিতা মূলক ব্যবস্থা না থাকলে, জনগণের সরকার না থাকলে এ ধরনের অগ্নিকাণ্ড ঘটতিই থাকবে। ’ এ সময় তাবিথ আউয়াল ছাড়াও বিএনপি নেতা শামা ওবায়েদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877