রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

স্বদেশ ডেস্ক:

দক্ষিণ ভারতের একটি মহাসড়কে রোববার ভোরে মিনি ভ্যান ও ট্রাকের সংঘর্ষে একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ফকিরাপ্পা নামে এক পুলিশ কর্মকর্তা জানান, এ দুর্ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছে কেবলমাত্র ১২ বছরের কম বয়সী চার শিশু, যারা গুরুতর আহত হয়েছে।

তিনি জানান, পরিবারটি তীর্থযাত্রায় আজমিরে যাচ্ছিল।

অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদ থেকে ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) দক্ষিণে কার্নুল জেলার মাদারপুর গ্রামের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

ফকিরাপ্পা বলেন, ‘ভোর বেলা গাড়ি চালানোর সময় চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন এবং তখন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।’

স্থানীয় পুলিশ জানিয়েছে, ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় এক লাখ ১০ হাজারের বেশি মানুষ নিহত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ