স্বদেশ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আওয়ামী লীগ–সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ছোট ভাই আবদুল মাবুদ (৪৫) নিহত হয়েছেন।
আজ রোববার দুপুরে কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল এবং আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিনহাজুদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জাবেদ জানান, আবদুল মাবুদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এছাড়া হাসপাতাল থেকে জানা যায়, সংঘর্ষের ঘটনায় আরও কয়েকজন চিকিৎসা নিচ্ছেন।