সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ওয়াশিংটনে কিউবার দূতাবাসে ককটেল নিক্ষেপ ভারতের সাথে বিরোধে কানাডার মিত্ররা কেন ট্রুডোর পাশে দাঁড়াচ্ছে না? গণতান্ত্রিক বিশ্ব থেকে সরকারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে : রিজভী নারায়ণগঞ্জে ধর্ষণের পর শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের ‘কিছু করার নেই’ : আইনমন্ত্রী আপনার রাশিফল: সোমবার (২৫ সেপ্টেম্বর ২০২৩) যেসব অভ্যাসই বদলে দেবে আপনার জীবন! দুই বছরেরও কম সময়ে দ্বিতীয়বার বাংলাদেশের জন্য নতুন মার্কিন স্যাংশন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ যেকোনো মূল্যে ন্যায্য দামে এলপিজি ব্যবহার নিশ্চিত করতে হবে
সিদ্ধিরগঞ্জে দুই ভুয়া ডাক্তার গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে দুই ভুয়া ডাক্তার গ্রেফতার

স্বদেশ ডেক্স: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ল্যাবের’ দুই ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ডাক্তার হিসেবে রোগী দেখার প্রেসক্রিপশন, বিভিন্ন প্যাথোলজিক্যাল রিপোর্ট, এক্স-রে রিপোর্ট ও আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মো: কামাল হোসেন (৪৩) এবং মায়া বেগম (৩৬)। মো: কামাল হোসেন পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক ও মায়া বেগম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি জানান, সোমবার রাত সাড়ে নয়টায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চিটাগাং রোডে অবস্থিত হাজী রজ্জব আলী সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ল্যাবে’ রোগী দেখার সময় দুই ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রায় দুই বছর যাবৎ কোনো সরকারি অনুমোদন না নিয়েই পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ল্যাব পরিচালনা করে আসছিলেন তারা। তাছাড়া কামাল হোসেন ও মায়া বেগম দীর্ঘদিন নিজেদেরকে ডাক্তার পরিচয় দিয়ে উক্ত হাসপাতালে নিয়মিত রোগীও দেখেন এবং বিভিন্ন ডাক্তারের নামে ভুয়া প্যাথোলজিক্যাল ও আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট তৈরি করে রোগীদের সাথে প্রতারণা করে আসছেন।

এমনকি তাদের কাছে পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ল্যাবের সরকারি অনুমোদন দেখতে চাইলে কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি। হাসপাতালের এমডি মো: কামাল হোসেন ও চেয়ারম্যান মায়া বেগম পরস্পর যোগসাজসে রোগী দেখে, বিভিন্ন প্রকার অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে রোগীদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877