শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

পিকে হালদারের বান্ধবী অবন্তি ৩ দিনের রিমান্ডে

পিকে হালদারের বান্ধবী অবন্তি ৩ দিনের রিমান্ডে

স্বদেশ ডেস্ক:

২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বান্ধবী অবন্তিকা বড়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে বুধবারই রাজধানীর ধানমন্ডির ১০ নম্বর সড়কের একটি বাসা থেকে অবন্তিকে গ্রেপ্তার করে দুদক। এরপর তিন দিনেরই রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপপরিচালক মো. সালাহউদ্দিন।

দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর তিন দিনেরই রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন। শুনানিকালে আসামি পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এ মামলায় পিকে হালদারের আত্মীয় শংখ বেপারীর গত ৪ জানুয়ারি ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরও আগে গত ২৯ ডিসেম্বর মামলাটিতে রাজধানীর ধানমন্ডির দুটি ফ্ল্যাটসহ পি কে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। এর আগে গত ২ ডিসেম্বর পিকে হালদারকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ দেন একই আদালত।

পি কে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গ্রাহকদের অভিযোগের মুখে বছরের শুরুতেই পি কে হালদারের বিদেশ পালান। গত বছর ৮ জানুয়ারি ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ২৫৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগে তার বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877