বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

ইয়েমেনে প্রতি ১০ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে : স্বাস্থ্য মন্ত্রণালয়

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

স্বদেশ ডেস্ক:

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত এ দেশটিতে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সর্বাত্মক অবরোধ এবং হামলার কারণে এসব শিশু মারা যাচ্ছে বলে মন্ত্রণালয় জানায়।

মঙ্গলবার ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কবার্তা জারি করে বলেছে, মানবিক সহায়তা তহবিলের ঘাটতির কারণে ইয়েমেনের অবস্থা মারাত্মক হতে পারে।

জাতিসঙ্ঘের হিসাব মতে, এ পর্যন্ত যে রেকর্ড করা হয়েছে তারমধ্যে বর্তমানেই ইয়েমেনে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির হার সবচেয়ে বেশি। গতমাসের জাতিসঙ্ঘ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, ইয়েমেনে ভয়াবহ দুর্ভিক্ষ আসন্ন।

এদিকে, জাতিসঙ্ঘ মঙ্গলবার জোর দিয়ে বলেছে, ইয়েমেনের যুদ্ধবিরতি খুবই জরুরি। বিশ্ব সংস্থাটি বলছে, দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর গত ছয় বছরের সৌদি আগ্রাসনের কারণে অন্তত দুই লাখ ৩৩ হাজার মানুষ মারা গেছে।

সূত্র : পার্সটুডে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ