স্বদেশ ডেস্ক: গাইবান্ধার সাদুল্লাপুরে বিপুল মিয়া (৩০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে মরিচের খেত থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বিপুলের অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। নিহত অটোচালক পলাশবাড়ী উপজেলার পার্বতীপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে রাঘবেন্দ্রপুর (গুচ্ছগ্রামের) পূর্ব রাস্তার পার্শে একটি অটোরিকশা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। অটোরিকশা উদ্ধারের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আজ অটোচালকের লাশ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, আজ সকাল ৮টার দিকে মরিচ খেতের মাঝে হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকশা চালক বিপুলের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।