বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন

প্রেমের টান : ভারতীয় তরুণীকে ফেরত পাঠালো বিএসএফ

প্রেমের টান : ভারতীয় তরুণীকে ফেরত পাঠালো বিএসএফ

স্বদেশ ডেস্ক: এক বছর আগে প্রেমের টানে ভারতের কলকাতা থেকে বাংলাদেশে এসেছিলো মাম্পি দত্ত নামে এক ভারতীয় তরুণী। দীর্ঘ এক বছর পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্বদেশ প্রত্যাবাসন আইনে ১ জুলাই তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। এসময় দুদেশের পুলিশ ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক বছর আগে বাংলাদেশে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল ওই কিশোরী। সে কলকাতার উল্টোডাঙ্গার বটতলা এলাকার মদন দত্তের মেয়ে।
এ ব্যাপারে বেসরকারি সংস্থা (এনজিও) জাস্টিস অ্যান্ড কেয়ারের অনুসন্ধান কর্মকর্তা এ বি এম মুহিত হোসেন জানান, ওই কিশোরী প্রেমের সম্পর্ক ধরে সীমান্তের অবৈধ পথে ভারত থেকে খুলনায় এসে এক ছেলের বাসায় অবস্থান করে। বিষয়টি পুলিশ জানতে পেরে তাকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট সেফ হোমে রাখা হয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে সোমবার তাকে ফেরত পাঠানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877