রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

নাগার্নো-কারাবাখ যুদ্ধে নিজেদের ২৩১৭ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করলো আর্মেনিয়া

নাগার্নো-কারাবাখ যুদ্ধে নিজেদের ২৩১৭ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করলো আর্মেনিয়া

স্বদেশ ডেস্ক:

আজারবাইজানের সাথে নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে ছয় সপ্তাহের যুদ্ধে ২ হাজারের বেশী আর্মেনিয় সৈন্য মারা গেছে। শনিবার আর্মেনিয়া এ কথা জানায়।

আর্মেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আলিনা নিকোগোসান তার ফেসবুকে লিখেছেন,‘অজ্ঞাত একজনসহ আমাদের ফরেনসিক সার্ভিস এ পর্যন্ত ২ হাজার ৩১৭ জন সৈন্যের লাশ পরীক্ষা করেছে।’

নিহত আর্মেনিয় সৈন্যদের সর্বশেষ যে মৃতের সংখ্যা হিসাব করা হয়েছিল সেই তুলনায় এই সংখ্যা প্রায় ১ হাজার বেশী। প্রায় দুই মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশ দু’ইটির মধ্যে চলতি সপ্তাহে রাশিয়ার মধ্যস্ততায় শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, এই যুদ্ধে মৃতের সংখ্যা ৪ হাজারের বেশী এবং আহতদের সংখ্যা প্রায় ৮ হাজার। এতে অন্তত ১৪৩ জন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।

পুতিন বলেন, তীব্র লড়াইয়ে হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে, পাশাপাশি বেসামরিক অবকাঠামো এবং সাংস্কৃতিক সাইট ধ্বংস হয়েছে। বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877