বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

চাঁদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

স্বদেশ ডেক্স: চাঁদপুরে স্ত্রী শাহনাজা বেগমকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে স্বামীসহ দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, স্বামী মো: মঞ্জিল মিজি ও তার বন্ধু মো: মিজানুর রহমান।

সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন, ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর চাঁদপুরের কচুয়া উপজেলার সফিবাদ গ্রামে পারিবারিক কলহের কারণে গভীর রাতে শাহনাজ বেগমকে তার স্বামী মঞ্জিল ও বন্ধু মিজান গলাচেপে শ্বাসরোধ করে হত্যা করে।

এই ঘটনায় ওই দিন শাহনানের বাবা মো: শাহ্ আলম কচুয়া থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ ৮ বছর মামলাটি চলমান অবস্থায় আদালত ১২ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ আসামিদের মৃত্যুদণ্ড দেন। এছাড়াও উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877