স্পোর্টস ডেস্ক: সেমিফাইনালের দৌড়ে সমানতালে লড়ছে বাংলাদেশ-পাকিস্তান। সমান সংখ্যক ম্যাচ খেলে দুই দলের পয়েন্টও সমান (৭)। খেলাও বাকি দুটি করে। ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের সেমিতে যেতে হলে দুই দলেরই শেষ দুটি ম্যাচ জেতা ছাড়া কোনো বিকল্প নেই। এমন পরিস্থিতিতে পাকিস্তানকে পরামর্শ দিয়েছেন দলটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
পাকিস্তানের একটি টিভি চ্যানেলে আফ্রিদি বলেন, ‘পাকিস্তানের এখন সেমিফাইনালে কোয়ালিফাইয়ের চিন্তা না করে কীভাবে বাকি দুই বাধা (বাংলাদেশ ও আফগানিস্তান) অতিক্রম করবে, এই চিন্তা করা উচিৎ।’
বাংলাদেশ দলের প্রশংসাও করেছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। তিনি বলেন, ‘আমার মতে, দল হিসেবে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। দারুণ পারফরম্যান্স করছে বিশ্বকাপের মঞ্চেও। দুই দলের মুখোমুখি লড়াইয়ে তারা পাকিস্তানকে কঠিন সময় এনে দিতে পারে।’
পাকিস্তান আজ মুখোমুখি আফগানিস্তানের। এই ম্যাচে যদি আফগানদের বিপক্ষে পাকিস্তান জিতে মাঠ ছাড়ে, তাহলে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে পড়ে যাবে। টাইগাররা পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে পাঁচ জুলাই। এর আগে দুই জুলাই ভারতের বিপক্ষে খেলতে নামবেন মাশরাফীরা। কোহলিদের হারাতে পারলে পাকিস্তানের সঙ্গে ম্যাচ রূপ নিবে কঠিন মহারণে।