সোমবার, ১৩ মে ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ছাত্রলীগের পদবঞ্চিতদের অনশন ভেঙে আলোচনায় বসার আহ্বান রাব্বানীর

ছাত্রলীগের পদবঞ্চিতদের অনশন ভেঙে আলোচনায় বসার আহ্বান রাব্বানীর

স্বদেশ ডেস্ক: চার দফা দাবিতে অনশনরত ছাত্রলীগের পদবঞ্চিতদের অনশন ভেঙে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তবে এ ক্ষেত্রে কোনো শর্ত দিয়ে আলোচনায় যাওয়া হবে না বলেও জানান তিনি। আজ শনিবার বিকেলে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অনশন থেকে উঠে এসে পদবঞ্চিতরা যদি আমাদের সাথে আলোচনা করতে চায়, আমরা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক যেকোনো সময় তাদের সাথে আলোচনা করতে প্রস্তুত। আলোচনার দরজা তাদের জন্য খোলা আছে। তবে আলোচনায় কোনো শর্ত থাকবে না।’

ছাত্রলীগের এ নেতা বলেন, ‘ছাত্রলীগ আলোচনার জন্য প্রস্তুত আছে। তাহলে তারা আমরণ অনশনে কেন যাবে? আমরণ অনশনে মানুষ কখন যায়, যখন আলোচনা করে কোনো রেজাল্ট হয় না। তারা কোন যুক্তিতে এই ধরনের নাটক শুরু করছে।’

ডাকসুর সাধারণ সম্পাদক বলেন, ‘ওরা যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, আমাদের কাছে সেই অভিযোগ প্রমাণসহ দিলে সেটা আমরা দেখব। অভিযোগ প্রমাণিত হলে আমরা নামসহ প্রকাশ করব এবং পরে যোগ্যদের সেখানে পদায়ন করা হবে। কিন্তু এজন্য তাদেরকে সেখান (রাজু ভাষ্কর্য) থেকে উঠে আসতে হবে।’

ছাত্রলীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় অনশনরত বিগত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন বলেন, ‘আমরা আমাদের চার দফা দাবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জানিয়েছি এবং নানক ভাইয়ের কাছে আমরা বিতর্কিতদের লিস্টসহ দিয়েছি। সংগঠনকে বিতর্কিতমুক্ত করার সদিচ্ছা যদি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের থেকে থাকে তাহলে তারা আমাদের থেকেই সেই তালিকা প্রমাণসহ নিত।’

ছাত্রলীগ সাধারণ সম্পাদকের প্রস্তাবে শর্তহীনভাবে অনশন থেকে উঠে আলোচনায় যাবেন না উল্লেখ করে তিনি বলেন, ‘এর আগেও আমরা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কাছে আলোচনা করতে এবং বিতর্কিতদের তালিকা প্রমাণসহ দিতে গিয়েছিলাম। কিন্তু সেখানে আমরা হামলার স্বীকার হয়েছিলাম। এ জন্য এখন এই পরিস্থিতিতে আমরা আমাদের কর্মসূচি থেকে কোনো আশ্বাসে উঠবো না। আমাদের প্রাণের বিনিময়ে হলেও আমরা ছাত্রলীগকে কলঙ্কমুক্ত করব।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877