স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ফ্রাঞ্চাইজি ভিত্তিক বিশ্বের প্রায় সব নামি-দামি টুর্নামেন্টেই তার অবাধ বিচরণ তার। সাকিব নতুন করে নাম লেখালেন কানাডা কেন্দ্রিক ফ্রাঞ্চাইজি লিগ গ্লোবাল টি-টোয়েন্টির দল ব্রাম্পটন ওলভসে। দলটিতে যোগ দিচ্ছেন সদ্য সাবেক হওয়া ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিংও৷
ক্রিকেট ৯৭ ডট কম থেকে জানা গেছে, গতবছর প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টেটির এবারের আসর বসবে ২৫ জুলাই থেকে। মূলত বিশ্বকাপ ব্যস্ততায় থাকা ক্রিকেটারদের পেতেই একটু দেরি করে শুরু করা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ আগস্ট। অংশ নিচ্ছে ছয়টি দল।