স্বদেশ ডেস্ক: নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নুরনবীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার এক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
এর আগে আজ শুক্রবার ভোর সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কমান্ডার নুরনবী।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জানান, শোকবাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ও প্রবাসে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে মরহুমের অবদানের কথা স্বরণ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।