স্বদেশ ডেস্ক : অ্যাপল ছাড়া অন্য সব মোবাইলের প্ল্যাটফর্ম হিসেবে এ্যান্ড্রয়েডের ব্যবহার বাড়তে দেওয়াই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। সম্প্রতি এক আলোচনায় এই কথা জানিয়েছেন বিল গেটস। ৬৩ বছরের এই প্রযুক্তিবিদ জানিয়েছেন, মাইক্রোসফট এখনও একটি শক্তিশালী প্রতিষ্ঠান। সঠিক সময়ে অ্যান্ড্রয়েডেকে প্রতিযোগিতায় ফেলতে পারলে মাইক্রোসফট বিশ্বের অন্যতম সেরা টেক কোম্পানি না হয়ে একমাত্র টেক কোম্পানি হতে পারত। বিল গেটস বলেন, অ্যান্ড্রয়েডে এখন স্মার্টফোনের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম। অ্যাপল ফোন ছাড়া সব স্মার্টফোনে অ্যান্ড্রয়েডে থাকে। তাই এখানে মাইক্রোসফট এর জেতা উচিত ছিল। গেটস আরও বলেন, অ্যাপল এর মোবাইল প্ল্যাটফর্ম ছাড়া এই মুহূর্তে একটাই প্ল্যাটফর্ম রয়েছে। আর সেই প্ল্যাটফর্মের মূল্য কত? ৪০০ বিলিয়ান মার্কিন ডলার সাম্প্রতিক এক অনুষ্ঠানে বিল গেটস নিজের সফল প্রোডাক্ট উইন্ডোজ ও অফিস নিয়ে আলোচনা করেছেন। এই দুটি প্রোডাক্ট মাইক্রোসফটকে অন্য উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেছে। অনুষ্ঠানে বিল গেটস বলেন, আমরা যদি সফলভাবে ওটাকে (মাইক্রোসফট) চালাতে পারতাম তাহলে আমরা একমাত্র কোম্পানির স্বীকৃতি পেতাম।