বুধবার, ২২ মে ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পর্যটক সামলাতে দেয়াল তুলছে জাপান ঢাবিতে গোলাম মাওলা রনির ওপর হামলা টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল যুক্তরাষ্ট্র, একাদশে যারা আজিজ আহমেদের ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগ হয়নি: ওবায়দুল কাদের অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী ভিকারুননিসায় ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, অনিয়ম তদন্তের নির্দেশ ৩০ শতাংশের বেশি ভোট পড়ে থাকতে পারে : সিইসি সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যে বার্তা দিচ্ছে শিয়ালের টানাহেঁচড়া দেখে মাটি খুঁড়ে পাওয়া গেল এক নারী ও দুই শিশুর লাশ
ভারতে বাস খাদে পড়ে নিহত ৪৪, মোদির শোক প্রকাশ

ভারতে বাস খাদে পড়ে নিহত ৪৪, মোদির শোক প্রকাশ

ভারতের হিমাচল প্রদেশের কুলু শহরে বাস দুর্ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাসটি কুলুর পাহাড়ি রাস্তা থেকে প্রায় ৫০০ গভীর একটি নালায় পড়ে যায়। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে দ্রুতগতিতে চলছিল বাসটি। ঘটনার সময় বাসের ছাদে বসেছিলেন অনেকে। তাতেই মৃতের সংখ্যা আরও বেড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

বাসটি খাদে পড়ে যাওয়ার পর মুহূর্তেই সাহায্যের জন্য এগিয়ে আসে এলাকাবাসী। তারা আহত যাত্রীদের নালার পানি থেকে তুলে হাসপাতালে পাঠান। এরপরই প্রসাশনের পক্ষ থেকে ঘটনাস্থলে পাঠানো হয় পাঁচটি অ্যাম্বুল্যান্স।

নিহত ও আহতরা কুলু এলাকারই বাসিন্দা। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি বলেন, ‘কুলুর বাস দুর্ঘটনায় আমি গভীর মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। হিমাচল প্রদেশ সরকার এই ঘটনায় যথাসাধ্য সাহায্য করছে।’

এদিকে, ওই ঘটনায় তদন্তের আদেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কুলু প্রশাসন নিহত ও আহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877