স্বদেশ ডেস্ক: শক্তিমত্তায় পিছিয়ে থাকা প্যারাগুয়ের বিপক্ষে ১-১ ড্র করে আর্জেন্টিনা। কোপা আমেরিকায় কঠিন সমীকরণের মুখে পড়লো লিওনেল মেসির দল। বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হয় এই দু’দলের লড়াই। খেলার ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন মেসি। এর আগে ৩৭ মিনিটের মাথায় আর্জেন্টিনার জালে বল জড়ায় প্যারাগুয়ের রিচার্ড সানচেজ। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের শীর্ষে আছে কলম্বিয়া। অন্যদিকে দুই ম্যাচ ড্র করে প্যারাগুয়ের পয়েন্ট ২। একটি জয় ও একটি পরাজয়ে আর্জেন্টিনা এবং কাতারের পয়েন্ট ১। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে প্যারাগুয়ে ও কাতারে বিপক্ষে আর্জেন্টিনা খেলবে। কলম্বিয়ার বিপক্ষে প্যারাগুয়ে জয় পেলে গ্রুপ পর্ব থেকেই আর্জেন্টিনার বিদায় নিশ্চিত হয়ে যায়। আর যদি ম্যাচটি ড্র হয় তাহলে দ্বিতীয় পর্বে যেতে হলে কাতারে বিপক্ষে আর্জেন্টিনাকে জিততেই হবে। অন্যথায় আর্জেন্টিনার বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যাবে।