রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন

রাজনীতিবিদদের হাতেই নেতৃত্ব নিশ্চিত করতে হবে : জিএম কাদের

রাজনীতিবিদদের হাতেই নেতৃত্ব নিশ্চিত করতে হবে : জিএম কাদের

‘গণমানুষের ভালবাসায় সিক্ত রাজনীতিবিদরাই আগেকার দিনে রাজনীতিতে নেতৃত্ব দিয়ে এসেছেন। কিন্তু এখন ব্যবসায়ীরা টাকা লগ্নি করে রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করছেন, রাজনীতির এই ধারা পরিবর্তন করতে হবে, রাজনীতিবিদদের হাতে রাজনীতির নেতৃত্ব নিশ্চিত করবে হবে’-এমনটিই জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের।

আজ বুধবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বিভাগীয় সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।

দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জিএম কাদের জানান, দেশবরেণ্য অনেকেই এখন জাতীয় পার্টির পতাকাতলে শামিল হতে আগ্রহ প্রকাশ করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, জাতীয় পার্টির নিস্ক্রিয় সদস্য এবং অবসরপ্রাপ্ত অনেক সেনা কর্মকর্তাও জাতীয় পার্টির রাজনীতিতে আস্থা রেখে সক্রিয় হতে চান।

তিনি আরো জানান, যাদের ত্যাগে জাতীয় পার্টি প্রতিষ্ঠিত তাদেরই প্রকৃত মূল্যায়ন করা হবে। জাতীয় পার্টির রাজনীতিতে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন,‘আগের দিনে গণমানুষের ভালোবাসায় সিক্ত রাজনীতিবিদরাই সামনের সারিতে থেকে রাজনীতির নেতৃত্ব দিয়েছেন। এখন অনেক ক্ষেত্রেই ব্যবসায়ীরা টাকা লগ্নি করে রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করছে। রাজনীতির এই ধারা পরিবর্তন করতে হবে। রাজনীতিবিদদের হাতেই রাজনীতির নেতৃত্ব নিশ্চিত করতে হবে। আর এজন্যই জাতীয় পার্টির নেতৃত্বে একটি মেধাবী টিম তৈরি করা হবে। ’

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান দুলাল, সোলায়মান সামি, জিয়াউর রহমান বিপুল, সফিকুল ইসলাম দুলাল, জিসান প্রধান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877