স্বদেশ ডেস্ক:
ঢাকা আইনজীবী সমিতির (বার) নির্বাচনের ফল জানা যাবে আজ শনিবার। ভোটগ্রহণের ২৮ ঘণ্টা পর গতকাল রাতে শুরু হয় ভোট গণনা। ২০২০-২১ সালের জন্য কার্যনির্বাহী পরিষদ গঠনে দুই দিনব্যাপী এ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয় গত বৃহস্পতিবার বিকাল ৫টায়।
নির্বাচনে ১৮ হাজার ১৫০ জন ভোটারের মধ্যে ৯ হাজার ২৯৯ জন ভোট দিয়েছেন। নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সিনিয়র অ্যাডভোকেট মুন্সি ফখরুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। তার সঙ্গে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য রয়েছেন।
নীল প্যানেলের সভাপতি প্রার্থী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী হোসেন আলী খান হাসান। সাদা প্যানেলের সভাপতি পদে মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে আহসান তারিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।