স্বদেশ ডেস্ক ॥ ডিজিটাল বাংলাদেশ এখন অনন্য উচ্চতায় পৌঁছে গেছে বলে এবারের বাজেট বক্তব্যে বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে ২০১৯-২০ অর্থবছরের বাজেট বক্তৃতার প্রথম অধ্যায়ের ২৩ নম্বর পয়েন্ট আলোচনা করেছেন ডিজিটাল বাংলাদেশ নামে। সেখানে মুস্তফা কামাল বলেন, দেশের সব ইউনিয়ন ও পৌর এলাকায় ৫ হাজার ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। সারা দেশে ২৩ হাজার ৫০০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করা হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ছাড়িয়েছে, টেলিডেনসিটি হয়েছে ৯৩ শতাংশ। দেশে ২৮টি হাইটেক পার্ক স্থাপনের কাজ করা হচ্ছে। গত বছর বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠিয়ে স্যাটেলাইট সংবলিত দেশের কাতারে স্থান করে নিয়েছে, যা দেশকে বিশ্ব অঙ্গনে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এবারের বাজেট বক্তৃতায় দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে ও প্রযুক্তিভিত্তিক চতুর্থ শিল্প বিপ্লবকে সফল করতে ও অংশীদার হতে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার কথা বলা হয়েছে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি শিক্ষার প্রসার, ডিজিটাল মুদ্রা বা ব্লক চেইন প্রযুক্তি নিয়ে কাজ করার কথা তুলে ধরা হয়েছে।