শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

বাসসা ডিনার পার্টি এবং পদক প্রদান অনুষ্ঠান

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

স্বদেশ রিপোর্ট: ২৮ ডিসেম্বর শনিবার ২০১৯, এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশী আমেরিকান স্কুল সেফটি অফিসারদের সংগঠন বাসসা এর প্রথম বার্ষিক পদক প্রদান ও ডিনার পার্টি জামাইকার তাজমহল রেস্টুরেন্ট এন্ড পার্টি হলে অনুষ্ঠিত হয়ে গেল। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশী আমেরিকান বংশোদ্ভূত স্কুল সেফটি অফিসারদের পরিবারের সদস্যরা সহ প্রায় ২০০ অতিথির সমাগম হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন ওয়াই পিডি স্কুল সেফটি ডিভিশনের কমান্ডিং অফিসার ও এসিস্ট্যান্ট চিফ রুবেন বেল্ট্রন, এন ওয়াই পিডি স্কুল সেফটি ডিভিশনের এসিস্ট্যান্ট কমিশনার রেমন গার্সিয়া, এন ওয়াই পিডি স্কুল সেফটি অপারেশন এর কমান্ডিং অফিসার করি রোজ এবং স্কুল সেফটি ডিভিশনের ব্রুংস পশ্চিমের একমাত্র বাঙ্গালী এক্সিকিউটিভ অফিসার দিপা জোয়ারদার। অনুষ্ঠানের শুরুতে বড় পর্দায় বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সংগীত বাজানো হয়। এসময় উপস্থিত সবাই দাঁড়িয়ে দুই দেশের জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত সকল বিশেষ অতিথি এবং উপস্থিত সকল বাংলাদেশী বংশোদ্ভুত স্কুল সেফটি অফিসারদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তারপর বিশেষ অতিথি এসিস্ট্যান্ট চিফ রুবেন বেলট্রনকে বাসসা এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা পদক প্রদান করেন এসএসএ মোহাম্মদ মিয়া ও ফরমার এসএসএ রাকিব হাসান, এসিস্ট্যান্ট কমিশনার রেমন গার্সিয়াকে বাসসা এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা পদক প্রদান করেন এসএসএ তরিকুল ইসলাম ও এসএসএ এমডি আনোয়ার, এন ওয়াই পিডি স্কুল সেফটি ডিভিশনের একমাত্র বাংলাদেশী উচ্চ পদস্থ ব্রুংস পশ্চিমের এক্সিকিউটিভ অফিসার দিপা জোয়ারদারকে বাসসা উইমেন অব দ্যা ইয়ার পদক প্রদান করেন এসএসএ সফিকুল ইসলাম ও এসএসএ এমডি তৌহিদ। সমগ্র নিউ ইয়র্ক সিটির সকল স্কুল সেফটি অফিসারদের বিশাল এই মিলন মেলায় বিভিন্ন রকম দেশী এবং বিদেশী খাবার পরিবেশন করা হয়। উপস্থিত অতিথিরা একে অন্যের সাথে পরিচিত হন এবং আড্ডায় মেতে উঠেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপস্থিত বাংলাদেশী বংশোদ্ভুত স্কুল সেফটি অফিসাররা বিভিন্ন রকম কবিতা, সংগীত এবং নাচ পরিবেশনা করেন। বাসসা আয়োজক কমিটির প্রত্যাশা নিউ ইয়র্ক সিটির সকল বাংলাদেশী আমেরিকান স্কুল সেফটি অফিসারদেরকে নিয়ে একত্রিত ভাবে কাজ করা এবং একে অন্যের সাহায্যে এগিয়ে আসা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ