মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

ভারতে নতুন বছরের প্রথম দিনে ৬৭ হাজার শিশুর জন্ম

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

স্বদেশ ডেস্ক: নতুন বছরের প্রথম দিনে ভারতে ৬৭ হাজার ৩৮৫ শিশুর জন্ম হয়েছে। ইউনিসেফ জানিয়েছে, এ বছর ১ জানুয়ারি পৃথিবীর কোনো দেশে এত শিশুর জন্ম হয়নি।

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিশ্বে মোট ৩৯২০৭৮ শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে ১৭ শতাংশই ভারতে। বাংলাদেশে ৮ হাজার ৪২৮।

২০২০ সালের প্রথমদিন প্রথম শিশুর জন্ম হয় ফিজিতে। সর্বশেষ শিশুর জন্ম হয় আমেরিকায়।

চিকিৎসকেরা জানিয়েছেন, কিছু মানুষ নতুন বছরে নিজের সন্তানকে জন্ম দেবে বলে বছরের প্রথম দিনটিকে বেছে নেয়। সে ক্ষেত্রে সিজার প্রক্রিয়ার মাধ্যমে তাদের সন্তানের জন্ম দেওয়া হয়। কারণ তারা মনে করে তাদের জীবনের সব থেকে বড় খুশিকে পৃথিবীতে আনার জন্য বছরের প্রথম দিনটি শুভ।

সদ্যোজাত শিশুদের নিয়ে চিন্তাও কম নয়। ২০১৮ সালে ২.৫ মিলিয়ন সদ্যোজাত জন্মের প্রথম মাসের মধ্যে মারা যায়। তার মধ্যে এক তৃতীয়াংশ সদ্যোজাত জন্মের দিনই মারা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ