মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

নতুন বছরের প্রথম গান

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক:

বছর শেষ হতে আর তিন দিন বাকি। নতুন বছরকে বরণ করে নিতে নানা আয়োজন করছে বিশ্ববাসী। সেই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশও। তারই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম গান প্রকাশ করতে যাচ্ছে ‘সোনা বউ’ খ্যাত সংগীতশিল্পী কাজী শুভ। শিরোনাম ‘কলঙ্ক’। হানিফ খানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। সেলিম আহম্মেদের গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ।

গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী কাজী শুভ জানান, ‘‘‘কলঙ্ক’ ফোক ঘরানার একটি গান। এর সঙ্গে মিল রেখে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে পরিচালক মাহিন আওলাদ তার মুন্সিয়ানা দেখিয়েছেন। ভিডিওতে আমি সম্পূর্ণ নতুন রূপে হাজির হয়েছি। আশা করি, গানটি শ্রোতাদের হৃদয়ে দোলা দিবে।’’

জানা গেছে, ‘কলঙ্ক’ গানের ভিডিওতে বেশ কয়েকটি চরিত্র উপস্থাপন করা হয়েছে। এতে অংশ নিয়েছেন রিয়াদ রায়হন, মন্দিরা, আনোয়ার হোসেন, এমিলসহ অনেকে। আগামী ১ জানুয়ারি গানটি প্রকাশ হবে ধ্রুব মিউজিক স্টেশন-এর ব্যানারে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন বছরের প্রথম দিন ‘কলঙ্ক’ গানের ভিডিওটি প্রকাশ হবে তাদের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ