শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

ঘনকুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল বন্ধ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক: ঘনকুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় আটকে আছে ছোট বড় প্রায় দুই শতাধিক যানবাহন।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে নোঙ্গর করা আছে ৭টি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক সফিক আহম্মেদ জানান, ঘন কুয়াশার কারণে দিক নির্দেশক- সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আসায় চালকরা নদীর মাঝপথে ফেরি নোঙ্গর করে রাখতে বাধ্য হন।

দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে জানিয়ে বিআইডব্লিউটিসি বলেন, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ