শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নাইজেরিয়ার ছাত্র-ছাত্রীদের বাংলাদেশের সাফল্যের ইতিহাস শোনালেন হাই কমিশনার শামীম আহসান

নাইজেরিয়ার ছাত্র-ছাত্রীদের বাংলাদেশের সাফল্যের ইতিহাস শোনালেন হাই কমিশনার শামীম আহসান

স্বদেশ ডেস্ক: নাইজেরিয়ার রাজধানী আবুজার গ্রাতেম মন্টেসরি স্কুল, কুবুয়া (Gratem Montessori, Kubwa)-এর ছাত্র-ছাত্রীদের একটি প্রতিনিধিদল গত ১০ জুন বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে। ১৮ সদস্যের দলে ১৪ জন বিভিন্ন গ্রেডের ছাত্র-ছাত্রী ও প্রধান শিক্ষকসহ ৪ জন শিক্ষক উপস্থিত ছিলেন। হাই কমিশনার মো: শামীম আহসান,এনডিসি, স্কুলের টীমকে স্বাগত জানান। বাংলাদেশ সম্পর্কে জানার উদ্দেশ্যে প্রতিনিধি দলটি হাই কমিশন পরিদর্শনকালে হাই কমিশনার বাংলাদেশের সাফল্য গাঁথা তুলে ধরেন, তিনি তার বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, উন্নয়ন অভিযাত্রা, সাম্প্রদায়িক সম্প্রীতিসহ আন্তর্জাতিক ক্ষেত্রে গঠনমূলক ভূমিকার কথা উল্লেখ করেন। ঐতিহ্যগতভাবে সহিষ্ণু মনোভাব, ধর্ম নিরপেক্ষ চেতনা এবং শান্তির প্রতি তাদের অঙ্গীকারের কথাও তুলে ধরেন। পরিদর্শনে আসা প্রতিনিধি দলটিকে বাংলাদেশকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চিত্র দেখানো হয় যা তাদের মনোযোগ আকর্ষণ করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ কিভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং রোল মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে তা জেনে তারা খুব উৎসাহিত বোধ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর রচিত ‘ÔThe Unfinished Memoiry’ (অসমাপ্ত আত্মজীবনী)সহ পুস্তক নাইজেরিয়ান স্কুলের গ্র›হাগারের জন্য হস্তান্তর করা হয়। স্কুলের প্রধান শিক্ষক কানমি ওদুকালে (Kanmi Odukale) হাইকমিশনকে ধন্যবাদ জানান এবং দু’দেশের জনগণের মধে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এ ধরণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত প্রকাশ করেন ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877