শুক্রবার, ৩০ মে ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

অচেনা পুরুষের সঙ্গে রাত্রীযাপনে গর্ভবতী নায়িকা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫

অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘সেক্রেড গেমস’ সিরিজ়ে রূপান্তরকামী নারী ‍‍‘কুকু‍‍’-র ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন কুবরা। তিনি অভিনয়ের পাশাপাশি লেখালিখিতেও বেশ পরিচিতি। বছর তিনেক আগে নিজের আত্মজীবনী লেখেন এ অভিনেত্রী। সেখানেই উঠে আসে তার জীবনের অজানা যত কথা।

এরপর একের পর এক সিরিজ়ে দেখা গিয়েছে তাকে। আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। কিন্তু অভিনেত্রী কুবরার সাম্প্রতিক এক সাক্ষাৎকার নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।

সাম্প্রতিক এই সাক্ষাৎকারে কুবরা জানান, ৩০ বছর বয়সে তার গর্ভপাতের কথা। এ নিয়ে নেই তার কোনো অনুতাপ।

তিনি জানান, ‘২০১৩ সালে আন্দামানে ঘুরতে গিয়েছিলাম। সেই সময়ে স্কুবা ড্রাইভিং করার পর এক বন্ধুর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিলাম। এর কিছুদিন পরেই জানতে পারি মা হতে চলেছি। কিন্তু সেই সময়ে এত বড় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না।’

তিনি জানান, ওই পুরুষ তার প্রেমিক ছিলেন না। তাকে মা হওয়ার বিষয়টি বলার ক্ষমতাও ছিলো না কুবরা। তিনি গর্ভপাতের সিদ্ধান্ত নেন। প্রায় তিন সপ্তাহ পরে এক বান্ধবীর সঙ্গে দেখা হওয়ার পর তাকে এই কথা বলেছিলেন।

তিনি আরও জানান, ‘গর্ভপাতের ৫ থেকে ৬ বছর পরেও খিটখিটে থাকতাম। অনেক রক্তপাত হতো। তবে বিষয়টি কাওকে জানতে দেয়নি। এই ঘটনা আমাকে মানুষ হিসেবে শক্তিশালী করেছে।’

তবে জীবনের কোনো সিদ্ধান্ত নিয়েই অনুতাপ নই বলে জানিয়েছেন, সেক্রেড গেমস খ্যাত এই অভিনেত্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ