বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

ওবায়দুল কাদের মাঠে দলীয় লোক রেখে গোল দিতে চান: জোনায়েদ সাকি

ওবায়দুল কাদের মাঠে দলীয় লোক রেখে গোল দিতে চান: জোনায়েদ সাকি

স্বদেশ ডেস্ক:

রাজনীতির মাঠে দলীয় লোক রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুধু নিজেই গোল দিতে চান বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।

আজ রবিবার দেশব্যাপী হরতালের সমর্থনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন সাকি।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক বলেন, ‘ওবায়দুল কাদের খেলতে চান কিন্তু মাঠে কোনো প্রতিপক্ষ রাখতে চান না। খেলোয়াড় থাকলেই সমস্যা। মাঠে তিনি শুধু রাখবেন দলের লোক। আর উনি খালি গোল দেবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনাও এই খেলা ছাড়া আর কোনো খেলা খেলতে পারেন না। তারা একা মাঠে নামার সাহস করেন না। র‌্যাব, বিজিবি, পুলিশের ছায়াতলে থেকে মাঠে আসেন তারা।’

আওয়ামী লীগের উদ্দেশে জোনায়েদ সাকি বলেন, ‘আপনারা প্রতিপক্ষকে স্টেডিয়ামের বাইরে রেখেছেন। তাদের জেলখানায় রেখে দিয়েছেন। এখন একতরফা নির্বাচন দিতে চাচ্ছেন।’

গণতন্ত্র মঞ্চের শীর্ষ এই নেতা বলেন, ‘দেশের মানুষ এই তফসিল ও নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এবার যদি আবার একতরফা নির্বাচন হয়, মানুষের ভোটের অধিকার চিরতরে বন্ধ হয়ে যাবে। দেশে যদি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হয়, গণতন্ত্র বলে আর কছু থাকবে না। বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে কূটনৈতিক সংকটে পড়বে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877