বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

মার্কিন ঘাঁটিতে অতর্কিত হামলা, আহত ২১

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের পেন্টাগন সদরদপ্তর জানিয়েছে, সম্প্রতি কয়েক দিনে ইরাক এবং সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলায় অন্তত ২১ জন মার্কিন সেনা আহত হয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সবাই হালকা আঘাত পেয়েছেন। কিন্তু সম্ভাব্য একটি হামলা থেকে বাঁচতে আশ্রয় নেওয়ার সময় একজন সেনা হৃদরোগজনিত ঘটনায় মারা গেছে।

ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র এবং যৌথবাহিনী ইরাকে কমপক্ষে ১২ বার এবং সিরিয়ায় চার বার হামলার শিকার হয়েছে। এই হামলার জন্য আমেরিকা ওই এলাকায় থাকা ইরানের ছায়া গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। ইরান হামাস এবং লেবাননের হেজবুল্লাহকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে থাকে।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ৯০০ সেনা মোতায়েন রয়েছে। আর প্রতিবেশি দেশ ইরাকে আছে আরও ২৫০০জন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র বলেছে, ওই এলাকায় তারা আরও ৯০০ সেনা পাঠাচ্ছে।

এর আগে হোয়াইট হাউজ বলেছে, ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে একটি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ