রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন

ভারতে ‘টাইগার’ ঝড়ে কোণঠাসা ‘মার্ভেল’

ভারতে ‘টাইগার’ ঝড়ে কোণঠাসা ‘মার্ভেল’

স্বদেশ ডেস্ক:

সালমান খানের আসন্ন সিনেমা ‘টাইগার ৩’ বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। চলতি বছর দীপাবলিতে মুক্তির জন্য নির্ধারিত সিনেমাটি ইতোমধ্যে তুমুল হাইপ তৈরি করেছে ভক্তদের মাঝে। সেই হাইপের সামনে ‘মার্ভেল’-এর মতো আন্তর্জাতিক ব্যানারও ফিকে হয়ে পড়ে যাচ্ছে!

দ্য র‍্যাপের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ‘টাইগার ৩’ ভারতে সব আইম্যাক্স স্ক্রিনে মুক্তির জন্য প্রস্তুত যা ‘দ্য মার্ভেলস’কে ছাড়িয়ে যাচ্ছে। আগামী ১০ নভেম্বর পর্দায় আসবে সিনেমাটি।

সর্বশেষ রিপোর্ট অনুসারে, ভারতের ২৩টি আইম্যাক্স থিয়েটারে মুক্তি পাবে সালমান খানের ‘টাইগার ৩’। ‘দ্য মার্ভেলস’ এবং ‘দ্য হাঙ্গার গেমস : ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’-এর জন্য কোনো জায়গা হচ্ছে না আপাতত।

ভারতীয় বক্স অফিসে সম্পূর্ণ ভিন্ন বলের খেলা। স্থানীয় চলচ্চিত্রগুরো পশ্চিমের বিপরীতে ভালো ব্যবসা করে, যেখানে হলিউড বিশ্ব বক্স অফিস শাসন করে।

এমনকি টাইটানিকের মতো বিশ্বব্যাপী সেনসেশনও ভারতের বার্ষিক বক্স অফিস চার্টে শীর্ষস্থান দখল করতে পারেনি। ১৯৯৮ সালে শাহরুখ খানের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ভারতে শীর্ষস্থানে ছিল, যেখানে টাইটানিক বিশ্বব্যাপী হাইপ তৈরি করছিল। একমাত্র ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স : দ্য এন্ড গেম’ ভারতে একটি বিশাল ব্লকবাস্টার ছিল।এদিকে ‘টাইগার’ উন্মাদনায় এখন গোটা ভারত।

 সালমান খানের ‘টাইগার’ দিয়েই মূলত যশ রাজ স্পাই ইউনিভার্স ফ্র্যাঞ্চাইজির শুরু হয়। এরপর টাইগার জিন্দা হ্যায় (২০১৭), যুদ্ধ (২০১৯), এবং পাঠান (২০২৩) মুক্তি পায়। পাঠানে শাহরুখ খানের সঙ্গে হাজির ছিলেন টাইগার সালমান। এবার টাইগারকে বাঁচাতে হাজির হবেন বন্ধু ‘পাঠান’খ্যাত শাহরুখ। এরপর হৃতিকের ‘ওয়ার ২’-এর সংযোগ থাকছে উভয়ের সঙ্গে।
সিনেমাটির ট্রেলার ইতোমধ্যে ঝড় তুলেছে ইন্টারনেটে। ভক্ত-অনুরাগীদের মতে, দীর্ঘ সময় ধরে টাইগারকে নতুন রূপে দেখার অপেক্ষায় তারা। 

অনেকে দাবি করছেন, এ বছর শাহরুখ খানের পরপর দুটি ব্লকবাস্টার সিনেমার রেকর্ড একমাত্র টাইগার দিয়েই ভাঙতে পারেন সালমান খান। সালমান, ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’ চলতি বছর দীপাবলিতে মুক্তি পেতে চলেছে।

সূত্র : পিঙ্কভিলা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877