বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
২৮ অক্টোবর : ঢাকার প্রবেশমুখে থাকবে র‌্যাবের চেকপোস্ট

২৮ অক্টোবর : ঢাকার প্রবেশমুখে থাকবে র‌্যাবের চেকপোস্ট

স্বদেশ ডেস্ক:

আগামী ২৮ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে ঢাকা শহরের প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসাবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। যাতে নাশকতার জন্য আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য নিয়ে কেউ সমাবেশে প্রবেশ করতে না পারে। একইভাবে গুরুত্বপূর্ণ স্থানেও বসবে চেকপোস্ট বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দফরের পরিচালক (আইন ও গণমাধ্যম শাখা) কমান্ডার খন্দকার আল মঈন।

বুধবার (২৫ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কমান্ডার মঈন বলেন, স্বার্থান্বেষী কিছু গোষ্ঠীর রাষ্ট্রবিরোধী, নাশকতার চেষ্টা ব্যর্থ করতে আমাদের গোয়েন্দা দল কাজ করছে।

নিয়মিত মনিটরিং কার্যক্রম চলছে এবং ২৮ অক্টোবরকে সামনে রেখে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে বেশ কয়েকটি চেকপোস্ট স্থাপন করা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

তিনি বলেন, সাইবার নজরদারিও জোরদার করা হয়েছে।

খন্দকার মঈন আরো বলেন, ‘আমরা মনে করি র‌্যাবের কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমরা আমাদের দায়িত্ব পালন করবো।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877