স্বদেশ ডেস্ক:
ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ আঞ্চলিক সঙ্ঘাতে রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
তিনি বলেন, মার্কিন যুদ্ধরাষ্ট্র জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ভেটো দিয়েছে। এতে সঙ্ঘাতটা আঞ্চলিক সঙ্ঘাতে রূপ নিতে পারে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আবারো ইরানকে দোষারোপ করার প্রচেষ্টা দেখতে পাচ্ছি। আমরা এই অভিযোগকে বেশ উত্তেজক বলে মনে করি। আমরা ইরানকে একটি দায়িত্বশীল, ভারসাম্যপূর্ণ অবস্থান নেয়ার ও এই সঙ্ঘাতকে সমগ্র অঞ্চলে, প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়া প্রতিরোধ করার আহ্বান জানায়।’
এ যুদ্ধ বন্ধের উপায় সম্পর্কে জানতে চাওয়া হলে ল্যাভরভ বলেন, সেজন্য জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধ বন্ধের প্রস্তাব আনতে হবে। এতে উভয়-পক্ষের মাঝে সন্ধি করার পথ উন্মোচিত হবে।
তিনি আরো বলেন, ‘আমরা গাজা উপত্যকায় উত্তেজনা হ্রাস দেখতে চাই। সেজন্য মিসর উদ্যোগ নিচ্ছে। তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে।’
সূত্র : আলজাজিরা