স্বদেশ ডেস্ক:
এশিয়া কাপ নিয়ে নাটক যেন থামছেই না। টুর্নামেন্টটির ভেন্যু নিয়ে দেন-দরবার কম হয়নি। এবার নাটক শুরু হয়েছে ধারাভাষ্যে কারা থাকবেন সেটি নিয়ে।
গত ১২ আগস্ট টুর্নামেন্টটি মাতানোর জন্য ১২ জন ধারাভাষ্যকারের নাম জানানো হয়েছিল। তবে গতকাল শুক্রবার সেই তালিকা পরিবর্তন করেছিল টুর্নামেন্টে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস। আগেরবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আতাহার আলী খানের নাম থাকলেও পরিবর্তিত তালিকায় রাখা হয়নি তার নাম। ফলে ধারাভাষ্যে বাংলাদেশি শূন্য হয়ে পড়েছিল টুর্নামেন্টটি।