বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

প্রতিশোধের হুঁশিয়ারি রাশিয়ার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

স্বদেশ ডেস্ক:

ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগকারী কার্চ ব্রিজে ইউক্রেনের ছোড়া দুইটি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে রাশিয়া। রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ শনিবার সিএনএনের এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ নিযুক্ত ক্রিমিয়ার প্রধান সের্গেই আক্সিওনোভ বলেন, কার্চ প্রণালির কাছে শত্রুপক্ষের দুইটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এতে ক্রিমিয়ান ব্রিজের কোনো ক্ষতি হয়নি।

এ নিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতে জানিয়েছে, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র সময় মতো শনাক্ত করে এবং তা প্রতিহত করেছে।

একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, এ বর্বর ঘটনার কোনো যুক্তি থাকতে পারে না। তবে এ হামলা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি ইউক্রেন। যদিও যুদ্ধ শুরুর পর থেকে এই ব্রিজে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৩৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ