স্বদেশ ডেস্ক:
পাকিস্তানের সিন্ধ প্রদেশে একটি ট্রেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছে এবং ৮০ জনের বেশি আহত হয়েছে। ট্রেনটির ১০টি বগি লাইনচ্যুত হয়।
রোববার নবাবশাহ জেলার সাহারা রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। হাজারা এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাভেলিয়ান শহরের দিচ্ছে যাচ্ছিল।
বেনাজিরাবাদ বিভাগের কমিশনার আব্বাস বেলুচ এক বিবৃতিতে ৩০ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বগিগুলোতে এখনো অনেক যাত্রী আটকা রয়েছে।
বেনাজিরাবাদ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ইউনিস চান্দিও জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ১০টি বগির মধ্যে ৯টিকে উদ্ধার করা হয়েছে। হতাহতদের উদ্ধার করা হচ্ছে।
পাকিস্তান রেলওয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রেনটি সকাল ৮টায় করাচি ছেড়ে যায়। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
পুলিশের সিনিয়র সুপারিনটেন্ট জানিয়েছেন, করাচির সানগর জেলা থেকে ট্রেনটি হাভেলিয়ানে যাচ্ছিল। ১৭ বগির ট্রেনটির ইকোনোমি ক্লাসে ৯৫০ জন এবং এয়ারকন্ডিশনে রয়েছে ৭২ জন যাত্রী বহনের ব্যবস্থা।
সূত্র : জিও নিউজ, এক্সপ্রেস ট্রিবিউন