মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

এশিয়া কাপে তামিমের খেলা অনিশ্চিত!

এশিয়া কাপে তামিমের খেলা অনিশ্চিত!

স্বদেশ ডেস্ক:

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান এবং ইমার্জিং এশিয়া কাপের দল থেকে কিছু খেলোয়াড়কে নিয়ে এশিয়া কাপের প্রাথমিক দল সাজাতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত দলে জায়গা করে নেয়া খেলোয়াড়রা শেষ পর্যন্ত বিশ্বকাপেও খেলবে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, অবসরের সিদ্বান্তে পাল্টে ছয় সপ্তাহের বিশ্রাম নেয়া তামিম ইকবালের খেলাটা নির্ভর করছে তার ফিটনেসের ওপর।

বৃহস্পতিবার ইউনুস বলেন, ‘আগামী ২৬ জুলাই লন্ডনের উদ্দেশে রওনা দেবেন আমাদের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পিঠের একই সমস্যার জন্য সেখানে চিকিৎসা করাবেন তিনি। আমরা আশা করছি, ৩১ জুলাই ফিরবেন তিনি। এরপর তার সম্পর্কে আমরা একটি পরিষ্কার ধারনা পাবো।’

আগামী ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হওয়া এশিয়া কাপের ক্যাম্প।

তিনি বলেন, ‘প্রাথমিক ক্যাম্পে ইমার্জিং এশিয়া কাপের কিছু খেলোয়াড়ের সুযোগের সম্ভাবনা অনেক বেশি। তবে চূড়ান্ত দলে তারা থাকবেন কিনা, সেটি সম্পূর্ণ নির্ভর করবে নির্বাচক প্যানেলের ওপর।’

ইমার্জিং এশিয়ার কাপের সেমিফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টে ৯০ রান ও ৫ উইকেট নিয়ে জাতীয় দলে ফেরার দৌড়ে এগিয়ে সৌম্য সরকার। সুযোগের লড়াইয়ে সৌম্যর শক্তিশালী প্রতিন্দ্বন্দ্বী ১টি সেঞ্চুরিসহ ১১১ রান করা মাহমুদুল হাসান জয়। দু’টি হাফ-সেঞ্চুরিতে ১২৮ রান করেছেন তানজিদ তামিম এবং ১টি অর্ধশতকে ৯৯ রান করেছেন জাকির হাসান। ৪৭ রান ও দুই উইকেট নিয়ে ছন্দে রয়েছেন শেখ মাহেদী হাসানও।

সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877