বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন

শাকিবকে টেক্কা দিতে আমেরিকায় যাচ্ছেন নিশো!

শাকিবকে টেক্কা দিতে আমেরিকায় যাচ্ছেন নিশো!

স্বদেশ ডেস্ক:

গেল ৭ জুলাই দেশের বাইরে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’। কানাডা ও আমেরিকার থিয়েটারে দ্বিতীয় সপ্তাহে বেশ ভালোভাবে পার করছে সিনেমাটি। এবার সেখানে যাচ্ছে আফরান নিশোর সিনেমা ‘সুড়ঙ্গ’। এমনটাই জানালেন এর পরিচালক রায়হান রাফি।

তিনি জানান, আগামী ২১ জুলাই আমেরিকার নিউইয়র্ক শহরে সিনেমাটি মুক্তি পাবে। এরপরের সপ্তাহে সারাদেশ মিলে শতাধিক হলে দেখা যাবে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’। সেখানে এটি পরিবেশন করছেন বায়োস্কোপস ফিল্মস। জানা যায়, সিনেমাটি ১০৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

রায়হান রাফি বলেন, ‘আমরা যা চেয়েছিলাম, তা দেশের প্রেক্ষাগৃহ থেকে পেয়েছি। “সুড়ঙ্গ” সুপারহিট মুভি। এবার আমরা দেশের বাইরে প্রবাসী ভাই-বোনদের মাঝে ছবিটি দেখাতে চাই।’

এদিকে, ‘প্রিয়তমা’ পরিবেশন করছে আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কোয়ারক্রো। উত্তর আমেরিকার বাজারে মুক্তির প্রথম সপ্তাহের পর আয়ের দিক দিয়ে বাংলাদেশের সিনেমাগুলোর মাঝে ‘হাওয়া’র পরই আসন নিয়েছে ‘প্রিয়তমা’। প্রথম সপ্তাহ শেষে এর আয় দাঁড়িয়েছে ৮৪,০০০ ডলার। উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহের আয়ের বিবেচনায় এটি এখন বাংলাদেশের সিনেমা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা।

অন্যদিকে, আশঙ্কা করা হচ্ছে দুই জনপ্রিয় বাংলাদেশি সিনেমা আমেরিকায় মুক্তি পাওয়ায় আগামী সপ্তাহে ‘প্রিয়তমা’র কিছু হল সংখ্যা কমার। বিশেষ করে জ্যামাইকা মাল্টিপ্লেক্স, নিউইয়র্কে ‘প্রিয়তমা’র ৩৫,৫১৪ ডলার তোলা প্রেক্ষাগৃহসহ বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে ভাগ বসাবে ‘সুড়ঙ্গ’।

বিষয়টি নিয়ে ‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ বলেন, ‘হল কমবে কিনা, তা আমি এখনই বলতে পারছি না। আমার হাতে তেমন কোনো তথ্য এখনও আসেনি।’

‘সুড়ঙ্গ’র মুখ্য চরিত্রে আছেন নিশো-তমা। আর ‘প্রিয়তমা’য় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877