রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন

সি¬ভেজ দেখালেই সেক্সি হয় না…….???

সি¬ভেজ দেখালেই সেক্সি হয় না…….???

স্বদেশ ডেস্ক: পোশাক পরে দেখে তার পর সেটা কেনা উচিত। অনলাইনে কিনলেও পরে দেখুন। না মানালে ফেরত দিন। শুধু পোশাকের স্টাইল নয়, ফ্যাব্রিকটাও খুব জরুরি। যাঁরা ঘামেন, তাঁদের সেই অনুযায়ী ফ্যাব্রিক বাছা উচিত। পুজো গরমেই হয়, তাই এমন ফ্যাব্রিক বাছা উচিত যা স্কিন ফ্রেন্ডলি।এ বার আসি রঙের কথায়। রঙের ক্ষেত্রে যেমন কিছু ভুল ধারণা আছে আমাদের। উজ্জ্বলদের সব রং মানায় আর ত্বকের রং শ্যামবর্ণ হলে কোনও রং মানায় না— এমন কিছু ভুল ধারণায় ভুগি আমরা। যাঁদের গায়ের রং চাপা, তাঁরা লাল-কালো-হলুদ-রাস্ট-ম্যাজেন্টা আর তসরের রং পরুন, গায়ের রঙের ঔজ্জ্বল্য বাড়বে। আর উজ্জ্বল রঙের লাবণ্য বজায় রাখতে প্যাস্টেল শেড বাছুন। চোখের আরাম হবে। ইদানিং অনেকেই গোল গলা ব্লাউজ পরে লটকন ঝুলিয়ে নেন। একটু ভেবে দেখুন কেন লটকন?
লটকন তখনই ব্যবহার করা উচিত যখন ব্লাউজের বড় গলা হয় আর ব্লাউজ ধরে রাখার জন্য লটকন ব্যবহার করা হয়। অকারণ ছোট গলায় লটকন পরার মধ্যে কোনও নতুনত্ব নেই।
সেক্সি পোশাক মানেই সি¬ভেজ দেখানো নয়: যে পোশাকই পড়ুন মিনি স্কার্ট বা শাড়ি নিজেকে বিশ্বাস করে পরতে হবে। এখন ‘আপ রুচি খানা পর রুচি পহেনা’ এই প্রবাদবাক্য আর চলে না। পোশাক পরার ক্ষেত্রে সবচেয়ে জরুরি আত্মবিশ্বাস। তবে পুজোতে আলাদা নজর কাড়তে সবাই চায়। যেমন সুন্দর হেয়ার কাট পুজোর কিছু আগেই করে ফেলুন। পুজোর আগে দামি ফেসিয়াল না করে রেগুলার ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং-এর দিকে নজর দিন তা হলেই হবে। খুব সাধারণ কুর্তা বা শাড়ি বা ব্লাউজ কাট ভাল হলেই কিন্তু সেটা আলাদা করে নজর কাড়ে। নিউট্রাল কালারের জুতো আর ব্যাগ রাখুন, যে কোনও পোশাকের সঙ্গে মানানসই হবে। ভারী পোশাক হলে হাল্কা গয়না পরুন। আর চোখের মেক আপ ঘন হলে হাল্কা লিপস্টিক লাগান। পুজো বলে সব কিছুকে অকারণ উজ্জ্বল করে তুলবেন না।তাতে আপনার স্বাভাবিক ব্যক্তিত্ব নষ্ট হবে।অল্প খরচে হয়ে উঠুন অনন্যা।
রোগা আর মোটাদের আলাদা পোশাক: শাড়ি সব রকমের শরীরেই মানানসই। রোগাদের শর্ট টপ শর্ট স্কার্ট যে রকম মানানসই তেমনই যাঁরা অপেক্ষাকৃত মোটা তাঁরা লং স্কার্ট পরলেও শর্ট টপ পরবেন না। হিপলাইন কভার করা টপ পরুন। যাঁরা রোগা তাঁরা সব সময় হরাইজেন্টাল স্ট্রাইপ নিয়ে খেলুন। ছোট প্রিন্টের ফ্লেয়ারি জামা পরুন। লং ড্রেস পরলে হাঁটুর নীচ অবধি পরুন। কুর্তি পরলে ওয়েল ফিটেড ছোট লেন্থের পরুন। আর পয়েন্টেড হিল পরুন। শরীরের গঠনটা পরিষ্কার হবে। একটা ছোট শরীরে চশমা, টিপ, গয়না সব একসঙ্গে পরবেন না। বেল সিøভস্-এ রোগাদের বেশ মানায়। সরু আর লম্বা স্ট্রাইপ রোগারা কখনওই পরবেন না। যাঁদের স্বাস্থ ভাল বা বুক ভারী, তাঁরা লম্বা স্ট্রাইপ বা আড়ে স্ট্রাইপ ফেলুন। সিøম দেখাবে। বুকের কাছে জয়েন্ট বা কুচি এ ক্ষেত্রে একদম নয়। লং ড্রেস পরলে স্ট্রেট কাট পরুন। কিন্তু কোমরে বা বুকের কাছে কোনও কাট বা কুচি, স্টিচ ব্যবহার করবেন না। মোটা লাগবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877