স্বদেশ ডেস্ক:
তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি এখন দুই মেরুর বাসিন্দা। আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও, একসঙ্গে নেই তারা। যা ইতিমধ্যেই জানিয়েছেন, রাজ-পরী দু’জনেই। তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। আর ছেলের ১০ মাস পূর্তিতে গেল মাসে এক হয়েছিলেন তারা।
রাজ্যের ১০ মাস পূর্তিতে কেক কাটেন রাজ-পরী। সঙ্গে ছিলেন পরীর নানা শামসুল হক গাজী। গতকাল সোমবার রাজ্য ১১ পার করে ১২তে পা রেখেছে। আর রাজ্যের জন্মের (২০২২ সালের ১০ আগস্ট) পর থেকেই মা পরীমণি প্রতি মাসে ছেলের জন্মদিন উৎযাপন করে আসছেন। যার ছবি ও ভিডিও তিনি প্রকাশ করে থাকেন ফেসবুকে।
গতকাল রাজ্যের ১১ মাস পূর্ণ হয়েছে। আর এদিন কেক কেটে তা পালন করেন পরী। রাজ্যের জন্য পরীর থিম কেকে জায়গা করে নেয় ১১টি ফুটবল। শুধু তাই নয়, কেক কাটার মঞ্চটিও সাজানো হয় ফুটবল আর বেলুন দিয়ে। যেখানে রাজ্যের সঙ্গে কেক কাটেন পরী ও তার নানা। দেখা যায়নি রাজকে।
পরী তার ফেসবুকে সেই মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করে লিখেছেন, ‘কয়টা বল! বলো? আমার রাজ্যের আজ ১১ মাস পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ।’ সঙ্গে তিনি এও জানান, ‘একটা পরীর রাজ্য!’
পরীর কথা বোঝা যায়, রাজ্যের জন্মদিনে সেখানে উপস্থিত ছিলেন না বাবা শরিফুল রাজ। বিষয়টি জানতে পরীমণিকে ফোন করা হলে তিনি কলটি কেটে দেন। অন্যদিকে ফোনে পাওয়া যায়নি রাজকেও। জানা যায়, রাজবিহীনই কেটেছে রাজ্যের জন্মদিন।
উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমণি। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়েও সারেন রাজ-পরী।
গেল মে মাসে ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। এরপর আলাদা ভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা; সম্পর্কটা বিচ্ছেদের পথেই।