স্বদেশ ডেস্ক:
রাজধানীতে বনানী থানা কমিটির আমির তাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা রাফিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বনানী ওয়্যারলেস গেট নবাবী রেস্টুরেন্টে গোপন বৈঠক করার সময় জামায়াতের লোকজনকে আটক করা হয়।
বিএনপির আন্দোলনের সাথে সামঞ্জস্য রেখে জামায়াত নতুন কর্মসূচি নিয়ে এসেছে। গত বছরের ডিসেম্বরে শুরু হওয়া বিএনপির যুগপৎ আন্দোলনের প্রথম দুই কর্মসূচিতে অংশ নেয় তারা। এরপর দলগুলো তাদের নিজস্ব পথে এগোয়।
২৫ মে যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণার পর জামায়াত অন্ধকার থেকে বেরিয়ে এসে ৫ জুন বায়তুল মোকাররমে কর্মসূচি ঘোষণা করে। কিন্তু এতে তারা পুলিশের অনুমতি নিতে পারেনি। এরপর তারা ১০ জুন একই স্থানে আরেকটি কর্মসূচি ঘোষণা করেছে, যার জন্য তারা আশা প্রকাশ করেছে।
সূত্র : ইউএনবি